অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নতুন অর্থবছরের (২০২০-২১) প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন সম্ভব বলে আশাব্যক্ত করেছেন । তিনি বলেন, ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন সম্ভব।
শুক্রবার বিকাল তিনটায় অনলাইনে বাজেটাত্তোর সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘বিগত বছরগুলোতে আমরা জিডিপি প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম তা বেড়েছে। আমাদের প্রত্যাশা আগামী অর্থবছরের জন্য যে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সেটি অর্জন হবে।’
মুস্তফা কামাল বলেন, ‘স্বাস্থ্যখাতের পরই আমরা কৃষিতে আগামী অর্থবছরে সবোর্চ্চ নজর দিব।’
অর্থমন্ত্রী বলেন, ‘রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটি কষ্টসাধ্য হলেও আদায় সম্ভব।’
মানুষকে রক্ষা করার জন্য বর্তমান বাজেট উল্লেখ করে তিনি বলেন, ‘টাকা কোথা থেকে আসবে সেটা ভাবিনি। আগে মানুষ বাঁচাতে হবে, খাবার দিতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এবার আগে খরচ করব, তারপর আয় করা হবে।’