এবার মালয়েশিয়াও পবিত্র হজ থেকে নিজেদের বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়ার পর । বিশে^র সবচেয়ে বড় মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়া। তারা আগেই জানিয়ে দিয়েছিল করোনা ভাইরাস আতঙ্কে এবার হজযাত্রী পাঠাবে না। অবশেষে বৃহস্পতিবার মালয়েশিয়াও সেই একই পথ ধরার ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ডন। প্রতি বছর সারাবিশে^র কমপক্ষে ২০ লাখ মুসলিম হজ করতে সৌদি আরব যান। প্রতিটি সক্ষম মুসলিমের জীবনে একবার হজ করার ফরজ। হজ নিয়ে এবার এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি রিয়াদ।
এর প্রেক্ষিতে মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী জুলকিফ্লি মোহাম্মদ আল বকরি বলেছেন, মালয়েশিয়া থেকে ৩১ হাজার ৬০০ হজযাত্রী পাঠানো নিরাপদ নয়। এই হজযাত্রীদের এবার হজে অংশ নেয়ার কথা ছিল। এটাকে একটি কঠিন সিদ্ধান্ত আখ্যায়িত করে তিনি বলেছেন, যারা এমন সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবেন, তারা আগামী বছর হজে যেতে পারবেন।