সরকার ২০২০-২১ অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে ২৯ হাজার ২৪৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে । যা গত অর্থবছরের চেয়ে তিন হাজার ৫১৫ কোটি টাকা বেশি।
বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এমন প্রস্তাব করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাজেট প্রস্তাবে দেশের করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন বরাদ্দ ও নিয়োগের কথা তুলে ধরে জানানো হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী সম্মানী বাবদ মোট ৮৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। কেন্দ্রীয়ভাবে রাজধানীতে নয়টিসহ অন্যান্য জেলা শহরগুলোতে চিকিৎসায় জন্য ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। জরুরি ভিত্তিতে দুই হাজার ডাক্তার এবং ছয় হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে। আউটসোর্সিংয়ের মাধ্যমে ৩৮৬ জন মেডিকেল টেকনোলজিস্ট দুই হাজার ৬৫৪ জন ল্যাব এটেন্ডেন্টসহ অন্যান্য স্বাস্থ্য কর্মী নিয়োগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে বরাদ্দ ছিল ২৫ হাজার ৪৩২ কোটি টাকা। আর ২০১৮-১৯ অর্থবছরে এই বরাদ্দের পরিমাণ ছিল ২২ হাজার ৩৩৬ কোটি টাকা।