এবারের বাজেট অধিবেশন ভিন্ন প্রেক্ষাপটে শুরু হয়েছে। অন্য সময় প্রায় সব সংসদ সদস্য বাজেট অধিবেশনে যোগ দিলেও এবার অনেকেই নেই। খোদ বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকেও সংসদে দেখা যায়নি বৃহস্পতিবার অর্থমন্ত্রী বাজেট পেশ করার সময়।

তবে জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে সংসদে যোগ দেননি রওশন এরশাদ। সিডিউল অনুযায়ী যোগ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইম মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর দলের নেতৃত্ব নিয়ে স্ত্রী রওশন এরশাদ ও তার ছোট ভাই জিএম কাদেরের মধ্যে একধরনের বিরোধ দেখা দেয়। পরে অবশ্য নানা ঘটনার পর জিএম কাদের চেয়ারম্যান হন আর রওশদ এরশাদকে করা হয়েছে দলের প্রধান উপদেষ্টা। একইসঙ্গে সংসদের বিরোধী দলীয় নেতাও রওশন। আর জিএম কাদের হলেন সংসদের বিরোধী দলীয় উপনেতা।

বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

সাধারণত দেশের অর্থবছরের বাজেট পেশের দিনে সংসদ থাকে টইটম্বুর। সরকারি দলের পাশাপাশি সব দলের সংসদ সদস্যরা অধিবেশনে যোগ দেন। তবে এবার ভিন্ন প্রেক্ষাপটে অধিবেশন হওয়ায় সংসদ সদস্যদের বাই রোটেশন যোগ দেয়ার দিন ধার্য করা হয়েছে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031