দেশে মানবপাচার চক্রের বিরুদ্ধে চিরুনি অভিযান চালাচ্ছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সম্প্রতি লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যাকাণ্ডের ঘটনায় । এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে স্পেনে অবৈধভাবে মানবপাচারকারী চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
আজ বৃহস্পতিবার সিআইডির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আব্দুল জলিল ওরফে দুলাল ডাক্তার, মো. রুবেল হোসেন, মো. রুবেল আহম্মেদ, মো. কুতুব উদ্দিন এবং পারভেজ আহমেদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবপাচার মামলা তদন্ত করতে গিয়ে সিআইডি জানতে পারে যে, পাচারকারীরা লিবিয়া ও ইতালিতে মানব পাচারের পাশাপাশি বিভিন্ন দালালের মাধ্যমে স্পেনেও অবৈধভাবে বাংলাদেশিদের পাচার করছে। পরে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, স্পেনে পাঠানোর কথা বলে বাংলাদেশ থেকে ভারত, দুবাই, আলজেরিয়া ও মরক্কোর রুট ব্যবহার করে স্পেনে অবৈধভাবে মানব পাচার করছে তারা। পাচারকালে বিভিন্ন দেশে ভিকটিমদের জিম্মি করে অত্যাচার করে ও মেরে ফেলার ভয় দেখিয়ে ভিকটিমদের পরিবারের কাছ থেকে মুক্তিপণও আদায় করা হয়।
সম্প্রতি লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার ঘটনায় সিআইডি বাদি হয়ে পল্টন থানায় দুইটি ও বনানী থানায় একটি মানবপাচার মামলা করেছে। একই সঙ্গে সারাদেশে সম্প্রতি রুজু হওয়া মানব পাচারের ১৫ টি মামলা সিআইডি তদন্ত করছে।
সিআইডি জানায়, অভিযানে এ পর্যন্ত ২২ জন অবৈধ মানবপাচারকারী চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।