ঢাকা: গত বৃহস্পতিবার রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে ডিএমপি। ঢাকা মহানগর পুলিশের আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। তবে আজ শনিবার রদবদলের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মো. মাসুদুর রহমান।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত খানকে কলাবাগান থানায়, ক্যান্টনমেন্ট থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমানকে নিউমার্কেট থানায়, নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাহাবুবুর রহমানকে ক্যান্টনমেন্ট থানায়, পুলিশ পরিদর্শক মো. মতলুবর রহমানকে পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নিউমার্কেট থানায়, পল্টন থানার ওসি মোরশেদ আলমকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির (পশ্চিম) বিভাগে, রামপুরা থানার ওসি মো. রফিকুল ইসলামকে পল্টন থানায়, মতিঝিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রলয় কুমার সাহাকে রামপুরা থানায় এবং পুলিশ পরিদর্শক গোয়েন্দা (উত্তর) গোলাম রব্বানীকে পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে মতিঝিল থানায় বদলি করা হয়েছে।