ঢাকা : ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে নরসিংদীর রায়পুরায় শতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনায় । এদের মধ্যে ছয়জন শিশু। প্রচণ্ড স্রোতের কারণে অনেকে ভেসে যাওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার সকাল ১১টায় আড়িয়াল খাঁ নদীতে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। নিহতদের মধ্যে আটজনের নাম জানা গেছে। এরা হলেন- বেলাব উপজেলার দেয়ানের চর গ্রামের বিবি মালদুয়েননেসা (৮০), ইয়াছিন (৬), জেরিন (৮), ফুলেসা বেগম (৫০), রাকিব (১২), মার্জিয়া (৩), সম্রাট (৮) ও সুমাইয়া (৫)।
স্থানীয়রা জানান, উপজেলার শিবপুর ব্রিজের গোড়া থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বরিকান্দি গ্রামের গণি শাহের মাজারের উদ্দেশে ছেড়ে যায়। কিছুদুর যাওয়ার পর ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন ডুবে যায়। পরে তিন শিশুসহ ১০ জনের লাশ উদ্ধার করা হয়। কয়েকজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো অন্তত ১৬ যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধারে কাজ করছে প্রশাসন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার উদ্দিন সরকার জানান, পুলিশের পাশাপাশি স্থানীয়রা উদ্ধার কাজে সহায়তা করছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে ট্রলারডুবিতে নিহতদের স্বজনরা নদীর তীরে এসে ভিড় জমিয়েছেন। শোকে কাতর পরিবারের সদস্যদের আহাজারিতে ওই এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। উদ্ধার কাজে অংশ নিতে জেলা সদর থেকে ডুবুরিরা ঘটনাস্থলে গেছে।