এই করোনার মহামারী পরিস্থিতি বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে জীবন সম্পর্কে ভাবাচ্ছে আর শেখাচ্ছে । জীবন নিয়ে খুবই উদ্বিগ্ন এই তারকা অভিনয়শিল্পী। বার্তা সংস্থা আইএএনএসের উদ্ধৃতি দিয়ে ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আইএএনএসকে জ্যাকুলিন ফার্নান্দেজ বলেন, ‘জীবন যে খুব ছোট, এই মহামারি আমাকে তা বুঝতে সাহায্য করেছে। আমাদের উচিত প্রত্যেক দিনকে গুরুত্ব দেওয়া এবং যত দিন জীবন আছে, প্রতিটি দিনের সর্বোচ্চ সদ্ব্যবহার করা।’
জ্যাকুলিন আরো বলেন, ‘মানুষ হিসেবে এই যে আমাদের অস্তিত্ব, সে জন্য মা পৃথিবীকে ধন্যবাদ জানানো উচিত। আমাদের যা-ই থাকুক, তার জন্য কৃতজ্ঞ হওয়ার দরকার এবং এই গ্রহকে টিকিয়ে রাখাতে আমাদের সর্বোচ্চটা দেওয়া উচিত।’
জ্যাকুলিন ফার্নান্দেজকে সর্বশেষ ওয়েব সিরিজ ‘মিসেস সিরিয়াল কিলার’ এবং ডিজনি ও হটস্টারে অনলাইন নৃত্য প্রতিযোগিতা ‘হোম ড্যান্সার’-এ দেখা গেছে। এ ছাড়া সুপারস্টার সালমান খানের গান ‘তেরে বিনা’য় দেখা গেছে এ শ্রীলঙ্কান সুন্দরীকে। আগামীতে জ্যাকুলিনকে জন আব্রাহাম অভিনীত ‘অ্যাটাক’ ছবিতে দেখা যাবে।