চট্টগ্রাম : নিহত ৪ আহত ২৩ জন কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৪ জন মারা গেছে।এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২৩ জন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,কক্সবাজার থেকে ছেড়ে আসা শাহ আমিন ও স্থানীয় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে উপজেলার চুনতি এলাকায় বেলা সাড়ে ১২ টায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এতে ৩ বাসযাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারায়।অজ্ঞাতনামা অপর এক নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মারা যান বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
দোহাজারী হাইওয়ে পুলিশের এসআই রুহুল আমিন জানান, আহত কমপক্ষে ২৩ যাত্রীকে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এর হচ্ছে মহেশখালী থানার ইসহাক ও নুরআলম, অপর একজন শিশু পাঁচ বছরের একটি শিশূ।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেছে।