চট্টগ্রাম নগরীর জামালখান মোড় এলাকায় চলন্ত কার উঠে গেল আইল্যান্ডের উপর। এতে পাশে থাকা রিকশা ও ওই কারটি দুমড়ে মুচড়ে গেছে। ঘটনাস্থলে যাওয়া পুলিশের এসআই সুমির দাশ জানান, এ ঘটনায় এক পথচারী আহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য কারের ড্রাইভারসহ দুইজনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি। তবে আহত ও আটক কারো নাম জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করেও আহতদের সম্পর্কে কোন কিছু জানা যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১২টা) আটককৃতদের নিয়ে থানায় দেনদরবার চলছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের দেয়া ঘটনার বিবরণ অনুযায়ী, রাত সোয়া ১০টার দিকে চট্টমেট্রো–গ ১২–৪০৩৮ নম্বরের কারটি চকবাজারের দিক থেকে সলিমা সিরাজ মাদ্রাসার দিকে দ্রুত বেগে আসছিল। এরই মধ্যে নতুন যাত্রী ছাউনি পার হয়ে একটু সামনে গিয়েই একটি রিকশাসহ আইল্যান্ডের উপর উঠে যায় গাড়িটি। এসময় রিকশার উপর চালক ছিলেন না বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে পাশে দাঁড়িয়ে থাকা পথচারী আহত হওয়ার খবর জানিয়েছেন এসআই সুমির।