উপজেলা যুবলীগ ইয়াবাসহ গ্রেপ্তার নাটোরের সিংড়া উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল বাশার আশিককে দল থেকে বহিষ্কার করেছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় তাদের ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তি আপলোডের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান।
তাদের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিকতা ও সমাজবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় যুবলীগের গঠনতন্ত্রের ২২ এর ক নং ধারা মোতাবেক উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল বাশার আশিককে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ নাটোর জেলা ও কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ করা হল।
এ বিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান বলেন, ‘নৈতিকতা ও সমাজবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের যুবলীগে স্থান নেই।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার ১৯৫টি ইয়াবাসহ যুবলীগ নেতা আবুল বাশার আশিককে গ্রেপ্তারের পর সিংড়া থানায় হস্তান্তর করেছে র্যাব সদস্যরা।