চট্টগ্রাম :নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী  সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে সর্বদা বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ।বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল-পেট্রাপোল সমন্বিত চেকপোস্টের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতেরপ্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে বেনাপোল-পেট্রাপোল সমন্বিত চেকপোস্টের উদ্বোধন করেন।কনফারেন্সে আরো বক্তব্য দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।বক্তব্যের শুরুতে নরেন্দ্র মোদি বাংলায় এ দেশের মানুষকে অভিবাদন জানান।

এছাড়া তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই অনুষ্ঠানে যোগদানের জন্য ধন্যবাদ জানান এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করেন।তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনগণকে ঈদের শুভেচ্ছা জানান। এছাড়া ঈদের দিন কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান তিনি।সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে জানিয়ে এ সময় নরেন্দ্র মোদি বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত সব সময় বাংলাদেশের পাশে আছে এবং এক্ষেত্রে সম্ভব সব ধরনের সহায়তা দেবে।’নতুন চেকপোস্ট উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন, ‘অর্থনৈতিক উন্নয়ন ও যোগাযোগ একে অপরের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে সংযুক্ত। বেনাপোল -পেট্রাপোল সমন্বিত চেকপোস্ট চালুর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ আরো সহজ হলো।’

মোদি বলেন, ‘পেট্রাপোল চেকপোস্টের উদ্বোধন শুধু দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রসার ঘটাবে না, একই সঙ্গে এটি উভয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও ভূমিকা রাখবে।’

ভবিষ্যতে ভারত-বাংলাদেশ সীমান্তে এ ধরনের আরো আটটি সমন্বিত চেকপোস্ট স্থাপন করা হবে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031