ঢাকা : হবিগঞ্জ শহরের একটি ফার্মেসীতে ঔষধ কিনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক যুবতি। সে বানিয়াচং উপজেলার গুনই গ্রামের বাসিন্দা। গুরুতর অসুস্থ অবস্থায় ওই যুবতিকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গত ১১ জুলাই যুবতিটি তার ভাবীর বাড়িতে বেড়াতে আসে। পরে তার এক আত্মীয়ের জন্য শহরের একটি ফার্মেসীতে ঔষধ কিনতে যায়। এ সময় গুনই গ্রামের আব্দুর রশিদের পুত্র সাদেকুর ও অরুণ পালের পুত্র অজয় পাল তাকে ফুসলিয়ে শহরতলীর গোবিন্দপুরের একটি নির্জনস্থানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। বিষয়টি ওই যুবতির পরিবারকে জানালে মঙ্গলবার ডাক্তারী পরীক্ষার জন্য তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।