ঢাকা : বুধবার রাতে ফরিদপুর শহরে ডাকাতরা ২০০ ভরি স্বর্ণালংকার লুটের পর ককটেল ফাটিয়ে চলে যায়। শহরের প্রাণকেন্দ্র মুজিব সড়কের মেঘনা জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত মেঘনা জুয়েলার্সে আসে। এক পর্যায়ে অস্ত্রের মুখে দুর্বৃত্তরা দোকানের সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার লুটে নেয়। এ সময় দুর্বৃত্তদের হামলায় আহত হন দোকানের কর্মচারী শুভংকর।
মেঘনা জুয়েলার্সের ম্যানেজার মনোজ বিশ্বাস বলেন, মুখোশধারী চার যুবক দোকানে প্রবেশের পর কিছু বুঝে ওঠার আগেই সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। স্বর্ণালংকার নিয়ে দোকান থেকে বের হওয়ার সময় তারা ৭-৮টি ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে।