পুলিশ জয়পুরহাটে ফেনসিডিলসহ কৃষ্ণ টপ্য নামে এক মাদককারবারিকে আটক করেছে । সোমবার সকালে জেলার পাঁচবিবি উপজেলার ধাওয়াইপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কৃষ্ণ টপ্য পাঁচবিবি উপজেলার রুপাপুর গ্রামের বাসিন্দা ।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনছুর রহমান জানান, আটক কৃষ্ণ টপ্যক দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল সরবরাহ করে আসছিলেন। দীর্ঘদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল। অবশেষে গোপন সংবাদে অভিযান চালিয়ে ২৪০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়েছে।