র‌্যাব-২ ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় কুরিয়ার সার্ভিসে খাদ্যসামগ্রীর আড়ালে পাচার হয়ে আসা দেড় কোটি টাকা মূল্যের দেড় কেজি হেরোইনসহ দুজনকে আটক করেছে । বৃহস্পতিবার বিকালে তাদের আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-২ জানায়, সাভার ও আশুলিয়া থেকে দুজনকে আটক করা হয়। আটক সৈবুর রহমান ও নাজমা আক্তারের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার গোঠাপাড়া (চরবাগডাঙ্গা) গ্রামে।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিসে শিশুখাদ্য ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য পাঠানোর আড়ালে হেরোইন পাচার করে আসছে। স্থানীয়ভাবে তাদের সম্পর্কে যাচাই-বাছাইকালে জানা যায়, তারা এলাকায় স্বামী-স্ত্রী হিসেবে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। স্বামী রাজমিস্ত্রী ও স্ত্রী গার্মেন্টসে কাজ করেন জানালেও প্রকৃত অর্থে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031