ডিবি পুলিশের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ পিতা-পুত্র গ্রেপ্তার এবং ৪৫০টি ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ঠাকুরগাঁওয়ে ।

শনিবার পীরগঞ্জ উপজেলার মাটিয়ানী গ্রামে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ বাবা ইসমাইল আলী (৪৮) ও তার ছেলে আকরাম আলীকে (১৮) আটক করেছে ডিবি পুলিশ।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, চলমান মাদকবিরোধী অভিযানে পীরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় মাদকসহ বাবা ছেলেকে আটক করা হয়। কোরবান আলী (২৭) নামে অপর এক মাদকব্যবসায়ী পালিয়ে যায়।

উপজেলার জাবরহাট ইউনিয়নের দানাজপুর ফার্ম এলাকা দিয়ে মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল পাচার করবে সোর্সের মাধ্যমে এমন সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে ওঁৎ পেতে থাকে। তিন ব্যক্তি বস্তায় করে ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশ দুজনকে আটক করতে সক্ষম হয়। একজন পালিয়ে যায়। দুটি বস্তায় ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

অপরদিকে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বানিয়াবস্তি গ্রামে ৪৫০টি ইয়াবাসহ মোকসেদ আলী ও সাজু রানা নামে ২ মাদক ব্যবসায়ী আটক করেছে ডিবি পুলিশ। বালিয়ডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বানিয়াবস্তি থেকে তাদের ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী মোকসেদ আলী বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বানিয়াবস্তি গ্রামের মৃত্যু মাহাতাব আলীর ছেলে ও সাজু রানা একই উপজেলার ঝিকড়া দলুয়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।

ওইদিন মাদকবিরোধী অভিযান চালিয়ে আটক মোকসেদের কোমর থেকে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় দুটি প্যাকেটে ৪০০ পিস ইয়াবা ও সাজুর প্যান্টের পকেট থেকে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031