র্যাব-১ নারায়গঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহর এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময়ে তাদের কাছ থেকে ৩৬ কেজি গাঁজা ও একটি হলুদ রংয়ের পিক্যাপভ্যান জব্দ করা হয়।
শনিবার বিকালে গ্রেপ্তার দুই মাদক কারবারি হলেন মো. এনামুল হক ও মো. নান্টু মিয়া।
র্যাব-১ এর একটি সূত্র জানায়, বিকাল সোয়া চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব পূর্বাচল উপশহর এলাকা থেকে এনামুল ও নান্টুকে ৩৬ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায়। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
র্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর আবদুল্লাহ আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।