ঈদে ঘরমুখো মানুষের স্রোত নেমেছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে । লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফরিতে যাত্রীদের ভিড় দেখা গেছে।
ঘাট কর্তৃপক্ষ জানায়, শনিবার ভোরের আলো ফুটতে না ফুটতেই রাজধানী ঢাকা থেকে সড়ক পথে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে আসছেন যাত্রীরা। পরে পাড়ি দিচ্ছেন সাত কিলোমিটারের এই পদ্মানদী। গণপরিবহন বন্ধ থাকার কারণে কাঁঠালবাড়ি ঘাটে এসে বিপাকে পড়ছে যাত্রীরা।
এদিকে ঘাটের উভয় পাড়ে বেড়েছে ছোটবড় গাড়ি ও পণ্যবাহী ট্রাকের চাপও। তবে সরকারের ঘোষণা অনুযায়ী বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল।
বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট ম্যানেজার আব্দুল আলীম জানান, যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় ১৭টি ফেরির মধ্যে ১৩টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |