ঢাকা : বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধিকে প্রাধান্য দিয়ে চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথমার্ধের জন্য (জুলাই-ডিসেম্বর) আগামী ২৬ জুলাই মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
এ বিষয়ে ডিএসই’র সাবেক জ্যেষ্ঠ ভাইস-প্রেসিডেন্ট আহমেদ রশীদ লালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ধারণা করছি যে একটি সম্প্রসারণ মূলক মুদ্রানীতি আসতে যাচ্ছে।
“যদি সেটা হয় তবে দেশের বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং পুঁজিবাজারে এর একটি ভালো প্রভাব আসবে । ”
মুদ্রানীতি পুঁজিবাজারকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে না বললেও কিছুটা সুফল আসবে বলে মনে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পালও।
বিরূপাক্ষ পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুদ্রানীতি প্রত্যক্ষভাবে পুঁজিবাজারকে প্রভাবিত করে না, তবে ব্যাংকের সুদের হার কমলে পৃথিবীর সবখানে পুঁজিবাজার ভাল করে; বাংলাদেশে সুদের হার কমছে।”
তবে বর্তমান অবস্থায় সম্প্রসারণমূলক মুদ্রানীতি হলে সেটি পুঁজিবাজারকে প্রভাবিত করবে না বলে মনে করেন মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “২০১০ সালে যখন পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ করার সুযোগ ছিল, তখন সম্প্রসারণমূলক মুদ্রানীতি পুঁজিবাজারকে প্রভাবিত করতে পারত।
“এখন ব্যাংকগুলোর কাছে টাকা আছে, কিন্তু লিমিটের কারণে তারা পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারছে না। এ অবস্থায় এই মুদ্রানীতি পুঁজিবাজারকে কোনোভাবে প্রভাবিত করতে পারবে না।”
প্রতি অর্থবছরে দুটি মুদ্রানীতি (জুলাই-ডিসেম্বর এবং জানুয়ারি-জুন) ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতি ঘোষণা করা হবে ২৬ জুলাই।
বরাবরের মতো এবারও নতুন মুদ্রানীতি ঘোষণার আগে অর্থনীতিবিদ, ব্যবসায়ী, ব্যাংকার ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে বিনিয়োগবান্ধব মুদ্রানীতি প্রণয়নের জন্য তারা মত দিয়েছেন বলে ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন।
তবে এর কোনো প্রভাব পুঁজিবাজারে পড়বে না বলে মনে করেন মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান।