চট্টগ্রাম : পটিয়া থেকে চট্টগ্রাম কারাগারে আসামি নেয়ার পথে টেম্পো–পিকআপ মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ অফিসার, এক আসামি ও টেম্পো চালক আহত হন। গতকাল সোমবার বিকেল ৫টায় পটিয়া উপজেলার মনসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, কোর্ট পুলিশের হাবিলদার মোহাম্মদ মন্নান (৪৫), আসামি মোহাম্মদ রফিক (২৬) ও টেম্পো চালক মোহাম্মদ জালাল (২৬)।
হাইওয়ে পুলিশের এস আই মোহাম্মদ মহিউদ্দিন জানান, পটিয়া ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে মাদক মামলার আসামি মোহাম্মদ রফিককে চট্টগ্রাম কারাগারে নিয়ে যাচ্ছিলেন কোর্ট পুলিশের হাবিলদার মান্নান। টেম্পোটি উপজেলার মনসা এলাকায় পৌঁছলে পটিয়া অভিমুখি একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কোর্ট পুলিশ হাবিলদার মোহাম্মদ মান্নান, আসামি রফিক ও টেম্পো চালক জালাল আহত হন। পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে পটিয়া হাসপাতালে প্রেরণ করেন। পরে ঘটনাস্থল থেকে পিকআপটি আটক ও পুলিশকে বহনকারী টেম্পোটি উদ্ধার করে কলেজবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ঘটনায় কোন মামলা হয়নি।