চট্টগ্রাম : টেকনাফের হারিয়াখালী থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে বিজিবির সদস্যরা।
বিজিবি সুত্রে জানায়, ১৯ জুলাই মঙ্গলবার ভোর রাতে সাবরাং বিওপি চৌকির হাবিলদার আলম রাব্বীর নেতৃত্বে বিজিবির বিশেষ টহলদল গোপন সংবাদে সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে জানিয়েছেন টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ।
তিনি জানান, উদ্ধার ইয়াবা সমূহ বিজিবি ব্যাটলিয়ান সদরে জমা রাখা হয়েছে এবং পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সংশি¬ষ্টদের উপস্থিতিতে ধবংস করা হবে।