পৃথিবীর বিভিন্ন জায়গা আটকে পড়েছেন লাখ লাখ মানুষ করোনাভাইরাস সৃষ্ট লকডাউনের কারণে । এসবের মধ্যে কেউ কেউ স্বল্প দূরত্বে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। বাড়ি পৌঁছাতে এক একজন মানুষ এক এক রকম পন্থা নিয়েছেন। গত সপ্তাহেই একটি ছবি খুব ভাইরাল হয় যেখানে একজন ব্যক্তি নিজের গর্ভবতী স্ত্রী এবং শিশুকে কাঠের একটি পাটা বানিয়ে তার উপর বসিয়ে নিয়ে যেতে দেখা যায়।
এরপরে আবার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে এক ব্যক্তি পরিবার নিয়ে নিজের বাড়ি পৌঁছাতে বাইকের সঙ্গে একটি নাগরদোলনা জুড়েছেন। এই ভিডিওটি মারিকোর চেয়ারপার্সন হর্ষ মারিওয়ালা শেয়ার করেছেন। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘হয়তো এটা যাতায়াতের নিরাপদ মাধ্যম নয়, তবে এই ব্যক্তি ২ জন লোকের বসার বাইককে ৪ জন মানুষের বসার জায়গা করে ফেলেছে।’ ওই ব্যক্তি নাগরদোলার সঙ্গে একটি স্টিয়ারিং হুইল লাগিয়েছেন। এক হাতে স্টিয়ারিং ধরে নাগরদোলনাটিকে তিনি ব্যালেন্স করে রেখেছেন এবং এগিয়ে যাচ্ছেন। এই ভিডিওটিতে একজন মন্তব্য করেছেন, এমন বুদ্ধি, প্রযুক্তি এবং যন্ত্রপাতির উন্নতি আর পরিবর্তনের জন্য ব্যবহার করা উচিত।’