চট্টগ্রাম : সোমবার রাত সাড়ে ৮টার দিকে আনোয়ারা উপজেলার গহিরা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১০ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। । এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
ল্যাফটেনেন্ট কমান্ডার জুলহাস ফয়সাল জানিয়েছেন ,আটককৃতদের নাম জানাতে না পারলেও এদের একজনের বয়স ৬০ আরেকজনের বয়স ৪৫ ‘মায়ানমার থেকে শহরের উদ্দেশ্য বোটে করে ৫০ হাজার পিস ইয়াবা আনছে একদল মাদক ব্যবসায়ী, এমন খবর পেয়ে কোস্টগার্ডের একটি স্পেশাল টিম পাঠায়। স্পেশাল টিমের অভিযানের খবর পেয়ে বোট থেকে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী পালাতে পারলেও দুইজনকে আমরা ইয়াবাসহ ধরে ফেলি।’ পরে একই এলাকায় অভিযান চালিয়ে আরও ৯ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, ‘কোস্টগার্ডরে একটি টিম ৫০ হাজার ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে থানায় হস্তান্তর করেছে।’
বাকি ৯ লাখ ৫০ হাজার ইয়াবার খবরের ব্যাপারে জানতে চাইলে ওসি আবদুল লতিফ জানেন না বলে জানান।