চট্টগ্রাম : রাউজান এলাকা থেকে বিপুল পরিমাণ গাজা-মদ ও মাদক বিক্রির নগদ টাকাসহ ৪ জন কে আটক করেছে র্যাব-৭। এক সংবাদের মাধ্যমে রাউজান থানাধীন নোয়াপাড়া পূর্ব বাজারে মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান কালে ১৭ জুলাই র্যাবের একটি আভিযানিক দল অনিল মালাকার এর বাড়ী থেকে অনিল মালাকার (৫৬), পিতা-মৃত দীনেশ মালাকার, সাং-নোয়াপাড়া, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম, সজিব মজুমদার (২০), পিতা- মৃত বাবুল মজুমদার, সাং- বাহাইন বিলপুর (রাস্তার সাথে সুজিত প্রফেসর এর বাড়ি), থানা- আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, মোঃ মামুন (২৭), পিতা- মোঃ রফিক, সাং ও পোঃ- মাঝি পাড়া (আনার বাপের বাড়ি), থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম, হোসেন মিস্ত্রী (৫০), পিতা- মৃত ফয়েজ আহম্মেদ, সাং- বুড়িরচর (নজুমিয়ার হাট, মাওলা বলির বাড়ি), থানা- হাটহাজারী, জেলা-চট্টগ্রামদের গ্রেফতার করা হয়।
পরবর্তীতে আসামীর বসত ঘরে তল্লাশী চালিয়ে ০২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১২ টি প্লাষ্টিকের জারিকেনের মধ্যে ১০ লিটার করে সর্বমোট ১২০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ৫,৫৭০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের মিডিয়া অফিসার সোহেল মাহমুদ সংবাদ মাধ্যমে জানান।