কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল জানান চলতি ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-ডিসেম্বর (প্রথমার্ধ) মেয়াদের মুদ্রানীতি আগামী সপ্তাহে ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। আরও জানান ২০১৬-১৭ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এটি ঘোষণা করা হবে। বিরূপাক্ষ পাল বলেন, জাতীয় বাজেটের সঙ্গে সমন্বয় রেখে মুদ্রানীতি প্রণয়ন করা হচ্ছে। এবারের মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে বেসরকারি ঋণের প্রবাহ বাড়ানো এবং মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনকে প্রাধান্য দেয়া হচ্ছে। প্রসঙ্গত, সদ্য সমাপ্ত ২০১৫-১৬ অর্থবছরের জানুয়ারি-জুন মুদ্রানীতিতে জিডিপি প্রবৃদ্ধি ৬.৯ থেকে ৬.৮ শতাংশ এবং মূল্যস্ফীতি ৬.২ শতাংশ প্রক্ষেপণ করেছিল বাংলাদেশ ব্যাংক।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |