পুলিশ খাগড়াছড়ি জেলার দীঘিনালায় সরকারি চাল ও গম চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রওশন আলী ভূঁইয়া ও সহযোগী শাহ জাহান মিয়াকে আটক করেছে ।
বৃহস্পতিবার সকালে দীঘিনালা উপজেলার কবাখালী বাজারের অভিযান চালিয়ে চুরি হওয়া ১০ বস্তা চাল ও ১০ বস্তা গম উদ্ধার করা হয়।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ জানান, কবাখালি গুচ্চগ্রামে রেশন বিতরণ করার জন্য এক হাজার বস্তা চাল ও গম মজুদ করা হয়। এসব মজুদ খাদ্যশস্য থেকে ১০ বস্তা চাল ও ১০ বস্তা গম চুরি করে সাবেক ইউপি সদস্য রওশন আলী। গোপনে খরব পেয়ে চুরিকৃত ৩০০ কেজি চাল ও ৫০০ কেজি গম উদ্ধার করা হয়।
দীঘিনালা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দেব ঘানার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি খাদ্যসহ চুরির অপরাধে রওশন আলী ও তার সহযোগী শাহ জাহান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।