র্যাব-৩ বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ মো. আলামিন নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে । সোমবার বিকালে তাকে আটক করা হয়।
সূত্র জানায়, র্যাব-৩ এর একটি বিশেষ দল বিকাল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপর সিদ্ধিরগঞ্জ থানার সংযোগস্থলে একটি তল্লাশি চৌকি বসায়। সেখানে একটি পিকআপ ভ্যান থামিয়ে আল আমিনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৩ এর ওই সূত্রটি জানায়, আসামির পিকআপ ভ্যানটি তল্লাশি করে সাড়ে ৩৭ কেজি গাঁজা ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আল আমিনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি একজন পেশাদার মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরে গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য কুমিল্লা সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রি করছেন।
গ্রেপ্তারকৃত আল আমিনের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানার পাইকপাড়া গ্রামে।