ঢাকাগামী যাত্রীদের ঢল থামছেই না মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে । প্রাণঘাতী ভাইরাস করোনার ঝুঁকি নিয়ে আজ শনিবারও শিমুলিয়া ঘাটে ঢল নেমেছে ঢাকাগামী যাত্রীদের। পদ্মা নদীর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুট পারপারে যেন প্রতিযোগিতায় নেমেছেন হাজার হাজার মানুষ।
শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের শিমুলিয়া ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। ফেরি ও ট্রলারে গাদাগাদি করে শত শত যাত্রী পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে ছুটে আসছেন। এতে যাত্রীস্রোতে পরিণত হয়েছে দক্ষিণবঙ্গের নৌরুটের শিমুলিয়া ঘাট।
পোশাক কারখানা খোলার পর রবিবার থেকে খুলছে শপিং মল। এ কারণেই দক্ষিণবঙ্গের ২১টি জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত শিমুলিয়া ঘাটে ঢাগাগামী যাত্রীদের হুমড়ি খেয়ে পড়ার এমন দৃশ্য দেখা গেছে।
এছাড়া গত কয়েক দিন হাজার হাজার শ্রমজীবী মানুষ পরিবার-পরিজন নিয়ে কর্মস্থলের উদ্দেশে ছুটলেও এখন অন্যান্য পেশাজীবী মানুষও ঢাকায় রওনা হওয়ায় ভিড় বেশি হয়েছে। তিল ধারণের ঠাঁই নেই ফেরি ঘাট আর রিকশা অটোস্ট্যান্ডসহ পুরো শিমুলিয়া ঘাট এলাকায়।
শিমুলিয়া ঘাটে সরেজমিনে দেখা যায়, নৌরুট পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাট থেকে ছোট ছোট যানবাহনে শ্রমজীবী মানুষ পরিবার-পরিজন নিয়ে ছুটে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে। অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটেই দীর্ঘপথ পাড়ি দিচ্ছেন। কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরি ও ট্রলারে পদ্মা পাড়ি দিয়ে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে নামছেন তারা। ফলে শিমুলিয়া ঘাট এলাকায় এসেও বিভিন্ন যানবাহনের স্ট্যান্ডগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে যাত্রীরা। ফেরিতে যেমন চাপাচাপি করে পদ্মা পাড়ি দিয়েছে তেমনি সামাজিক দূরত্ব তোয়াক্কা না করেই যানবাহনে উঠার প্রতিযোগিতা বিস্মিত হওয়ার মতো।
যেসব যাত্রী নদী পার হচ্ছেন তাদের বেশিরভাগই ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী। পদ্মা পাড়ি দেওয়ার পর শিমুলিয়া ঘাট থেকে অটোরিকশা, মিশুক আর রিকশায় করে সড়কে ভেঙে ভেঙে নিজ নিজ গন্তব্যে ছুটছেন দক্ষিণবঙ্গের যাত্রী সাধারণ। ওইসব যানবাহনে চড়তে গিয়ে যাত্রীদের গুণতে হচ্ছে বাড়তি ভাড়া।
মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, সকালের দিকে রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, ফেরি ক্যামেলিয়া, কিশোরী ও ফেরি রায়পুরায় কাঁঠালবাড়ি ঘাট থেকে যাত্রী ভরে ছেড়ে আসে শিমুলিয়া ঘাটে। ফেরিগুলোতে জরুরি সেবার যানবাহন ছাড়াও অসংখ্য যাত্রী ছিল। যাত্রীদের অধিকাংশ পরিবার নিয়ে তথা স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় ছুটছেন। ফেরি ছাড়াও ট্রলারে করে যাত্রী পারাপার হচ্ছে। ট্রলারগুলো ঘাটের বাইরে নোঙর করা হচ্ছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, দিনের বেলায় সীমিত আকারে নৌরুটে ফেরি চলাচল করছে। তবে রাতে পণ্যবাহী ট্রাক পারাপারে ফেরির সংখ্যা বাড়ানো হয়ে থাকে। দিনের বেলায় জরুরি সেবার যানবাহন ছাড়াও ফেরিতে ঢাকাগামী যাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদ ঘনিয়ে আসায় নৌরুটে যাত্রী চাপও বাড়ছে।