ঢাকা : নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডার মামলায় আরো ৮ সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। গতকাল নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে সকাল পৌনে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করা হয়। এদিন বেসরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণ ফোনের সাবেক পরিচালক (স্টেক হোল্ডার রিলেশন) ইশতিয়াক হোসেন চৌধুরী, বন বিভাগের রেঞ্জার ফজলুল হক, সিদ্ধিরগঞ্জ থানার সাবেক এসআই বর্তমানে মুন্সীগঞ্জের লৌহজং থানায় কর্মরত এসআই মাসুদ আলম খান, র্যাব-১১’র সাবেক ডিএডি বর্তমানে র্যাব হেড কোয়াটারে একই পদে কর্মরত জামাল উদ্দিন, একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারী ৭ জনের লাশ ফেলায় ব্যবহৃত র্যাব’র স্টিল বোট জব্দের সাক্ষী রমজান হোসেন, মামলার প্রধান আসামি নূর হোসেনের বাড়ি থেকে জব্দ করা মালামালের সাক্ষী ওয়ার্কশপ শ্রমিক মকবুল হোসেন ও মাছ ব্যবসায়ী আবদুর রউফ এবং ফতুল্লা মডেল থানার সাবেক ওসি বর্তমানে ঢাকা সিটি এসবিতে কর্মরত আকতার হোসেন সাক্ষ্য দেন। বিচারক সাক্ষ্যগ্রহণ শেষে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ আগামী ২৫শে জুলাই ধার্য করেন।
কোম্পানি গ্রামীণফোনের সাবেক পরিচালক ইশতিয়াক হোসেন চৌধুরী আদালতকে বলেন, ২০১৫ সালের ১৮ই মার্চ পুলিশ হেড কোয়ার্টারের এআইজি (কনফিডেনশিয়াল) মাহফুজুর রহমান গ্রামীণফোনের ১০টি নম্বরের কল ডিটেইল চেয়ে পাঠান। তারা ৩০শে মার্চ ওই ১০টি নম্বরের কল ডিটেইল পাঠিয়ে দেন।
বন বিভাগের রেঞ্জার ফজলুল হক বলেন, মামলার প্রধান আসামি নূর হোসেনের বাড়িতে ক্রোকি অভিযানে যে সব বন্যপ্রাণী উদ্ধার হয়েছিল সেগুলো সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাসুদ আলম খানের কাছ থেকে তিনি বুঝে নেন। বন্য প্রাণীগুলোর মধ্যে ছিল- তিলা ঘুঘু, আফ্রিকান ধূসর প্যারট, ব্লু ম্যাকাউ, কাকাতুয়া, আফ্রিকান প্যারট, ইউরোশিয়ান কালার ঘুঘু এবং বিভিন্ন প্রজাতির কবুতর।
মাছ ব্যবসায়ী আবদুর রউফ বলেন, নূর হোসেনের বাড়ি থেকে মালামাল ক্রোক করার পর আমাকে ডেকে নিয়ে সাদা কাগজে সাক্ষর নেয় পুলিশ। এবং কী কী মালামাল ক্রোক করা হয়েছে তাও আমাকে দেখায়নি, এমনকি ক্রোক হওয়া মালামালের জব্দ তালিকা পড়ে শোনায়নি। শুধু বলেছে এখানে সাক্ষ্য করেন আমি করেছি।
আদালতের পিপি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন বলেন, গতকাল আদালতে ৮ জন সাক্ষ্য প্রদান করেছেন। মামলার পরবর্তী তারিখ ২৫শে জুলাই।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |