ঢাকা সিটি করপোরশনের দুই মেয়রসহ সংশ্লিষ্টদের প্রতি নোটিশ পাঠানো হয়েছে ডেঙ্গু ও চিকুনগুনিয়া জ্বর রোধে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করতে ।
জনস্বার্থে লিগ্যাল নোটিশটি পাঠান ঢাকার সূত্রাপুরের বাসিন্দা ও শিক্ষানবিশ আইনজীবী ফাহিমা ফেরদৌস।
মঙ্গবার সকালে ইমেইলে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, মেয়র, ঢাকা দক্ষিণ ও উত্তর, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে এ নোটিশ পাঠানো হয়। নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ফাহিমা ফেদৌস।
নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মশা নিধনের জন্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনজীবী বলেন, বর্তমানে বাংলাদেশসহ বিশ্বে সব চেয়ে আতংকিত বিষয় হল করোনাভাইরাস। বাংলাদেশ সরকার তা প্রতিরোধের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করছে। কিন্তু ডেঙ্গুও করোনাভাইরাসের মতই বিপদজনক এবং এডিস মশার ডেঙ্গু ভাইরাসের উৎপত্তির কারণ।
গত বছর ডেঙ্গু ভাইরাসের কারণে এই সময়ে প্রায় ৮০ জন লোকের প্রাণহানি ঘটেছে এবং ৫ হাজার ৬০০শত মানুষ আক্রান্ত হয়েছেন। কিন্ত বর্তমানে মশার উৎপাত ও উপদ্রব অনেক বেশী হওয়া সত্ত্বেও ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের মেয়র মশা নিধনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। যদিও নগরের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দায়িত্ব ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়রের।
ফাহিমা আরো বলেন নোটিশ পাওয়ার পর ২৪ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।