ঢাকা : দিনাজপুরের কাহারোল উপজেলায় একই দড়িতে বাবা ও ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার পূর্ব সাদিপুর গ্রামের নিজ বাড়ি থেকে জিন্নাত আলী (৩০) ও তার ছেলে মুন্না (৮) এর লাশ উদ্ধার করা হয়।
জিন্নাত রিকশা চালিয়ে সংসার চালাতেন। তার ছেলে মুন্না সাধনা আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
জিন্নাতের মা তারা বানু বলেন, ‘তিন বছর আগে জিন্নাতের স্ত্রী অন্য এক ব্যক্তির সঙ্গে চলে যাওয়ার পর মুন্না তাদের সংসারেই থাকত। রবিবার সকালে মুন্নাকে ঘরে রেখে তিনি কাজে বেরিয়ে যান। দুপুরে বাড়ি ফিরে ছেলে ও নাতির ঝুলন্ত লাশ দেখে স্থানীয়দের জানালে তারা থানায় খবর দেয়।
কাহারোল থানার এসআই এরশাদ হোসেন বলেন, ‘ছেলেকে ফাঁস দিয়ে হত্যার পর নিজে সেই রশিতে ঝুলে জিন্নাত আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’