ঢাকা : মশা তাড়ানোর স্মার্ট য্ন্ত্র উদ্ভাবন করলো চীনের বিখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান জিওমি।
এটি একটি পোর্টেবল ডিভাইস। চীনের বাজারে ডিভাইসটির মূল্য ধরা হয়েছে ৪ ডলার।
ডিভাইসটি চালু রাখার জন্য পাওয়ার ব্যাংকের প্রয়োজন হয়। জিওমি এটি বিশেষভাবে তৈরি করেছে। যারা বনে-জঙ্গলে ক্যাম্পেইন করেন তাদের জন্যই ডিভাইসটি তৈরি করা।
মশা তাড়ানোর এই স্মার্ট ডিভাইসটি ১০ হাজার মিলিঅ্যাম্পায়ার আওয়ারের পাওয়ার ব্যাংকে সংযোগ দিয়ে ১৪ ঘণ্টা একটানা চালানো যাবে।
যন্ত্রটির নাম দেয়া হয়েছে দ্য মিজিকা। এটির আয়তন ৪.৬ সেন্টিমিটার। ওজন ২৫ গ্রাম।
জিওমি জানিয়েছে তাদের এই স্মার্ট মশা তাড়ানোর যন্ত্রটিতে হিট রেসিসট্যান্ট মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে। এছাড়াও এতে পিটিসে থার্মিস্টোরস ব্যবহার করা হয়েছে মশা তাড়ানোর জন্য।