ঢাকা : প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চেষ্টার মামলায় গ্রেপ্তারকৃত প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের জামিন আবেদন খারিজের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপিলের সার-সংক্ষেপ শফিক রেহমানের আইনজীবীদের তিন সপ্তাহের মধ্যে এবং রাষ্ট্রপক্ষকে এক সপ্তাহের মধ্যে জমা দেয়ার আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। রাষ্ট্রপক্ষকে মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন। একই সঙ্গে শফিক রেহমানের যথাযথ চিকিৎসা দিতে এবং প্রয়োজন হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এসব আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার লিভ টু আপিল আবেদনের শুনানি শেষে রোববার আদেশের দিন ধার্য করেন আদালত। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন খোকন। আরও ছিলেন এ জে মোহাম্মদ আলী ও জয়নাল আবেদিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত ১৬ই এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেপ্তার করে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।