22917_s2

চট্টগ্রাম : প্রায় এক দশক আগে বুগাতি চালানোর সৌভাগ্য হয়েছিল রোনালদোর। তবে সেটি ছিল নাইকির একটি বিজ্ঞাপনের অংশ হিসেবে। এবার গাড়িটি তার নিজের হয়েছে এবং যখন খুশি তখনই চালাতে পারবেন। চ্যাম্পিয়ন্স লীগ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পর পর্তুগিজ এই তারকা নতুন এই গাড়িটি কেনেন। তার এই নতুন ট্রফিটির সঙ্গে গাড়ির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দিয়ে তাতে লিখেন, ‘দ্য অ্যানিম্যাল অ্যারাইভ’, কিন্তু ১০০০-এর বেশি অশ্ব ঘোড়া শক্তিসম্পন্ন গাড়ির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৫০ মাইল। রোনালদোর গাড়ির আস্তানায় বুগাতি ভেরন হলো সর্বশেষ সংযোজন। তার সংগ্রহে ম্যাকলরেন এমপি ফোর-১২ স্পাইডার, ফেরারি ৫৯৯ জিটিও, রোলস রয়েস ফ্যানটমও রয়েছে। তার সতীর্থ ফরাসি করিম বেনজেমারও বুগাতি ভেরন রয়েছে। গাড়িটির দাম ১৭ লাখ পাউন্ড।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031