আজ করোনা উপসর্গ নিয়ে দুই নারীর মৃত্যু হয়েছে বরিশাল শেবাচিম হাসপাতালে । হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পরীক্ষার জন্য মৃত ২ নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে সোমবার ভোরে বরগুনায় করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধ এবং অপর এক যুবক মারা যান। এ নিয়ে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের মতো উপসর্গ নিয়ে বিভাগে চারজনের মৃত্যু হলো।
হাসপতাল সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৮ টার দিকে হাসপতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন এক নারীর (৫০) মৃত্যু হয়। তাঁর বাড়ি বাড়ি ভোলা সদর উপজেলায়। সোমবার বিকেলে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সকাল ১০টার দিকে হাসপতালের গাইনি ওয়ার্ডে মারা যান পটুয়াখালী সদর উপজেলার এক প্রসূতি (৩০)।
তাঁরও শ্বাসকষ্টের সমস্যা ছিল। দুজনেরই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
সোমবার
ভোরে বরগুনা শহরে এক বৃদ্ধ ও এক তরুণ শ্বাসকষ্ট নিয়ে মারা যান। বৃদ্ধের
লাশ স্বজনেরা কাউকে না জানিয়ে দাফন করেন। মৃত তরুণের নমুনা সংগ্রহ করেছে
স্বাস্থ্য বিভাগ।