সরকার ভারতে আটকে পড়া অবশিষ্ট বাংলাদেশিদের উদ্ধারে ‘শর্ত সাপেক্ষ’ আরও ৬টি ফ্লাইট প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে । নতুন সিদ্ধান্ত মতে, কলকাতা, মুম্বাই ও দিল্লি থেকে বাংলাদেশ বিমান ৩ টি ফ্লাইট চালাবে। পূর্বের ধারাবাহিকতায়  ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রী প্রাপ্তি সাপেক্ষে চেন্নাই থেকে ৩ টি ফ্লাইট পরিচালনা করবে। উল্লেখ্য এর আগে দিল্লি থেকে বাংলাদেশ বিমানের একটি এবং চেন্নাই থেকে ইউএস-বাংলার ৫টি ফ্লাইটে মোট ৯৯৬ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়।
দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তি মতে, প্রয়োজনীয় সংখ্যক যাত্রী পাওয়া সাপেক্ষে ভারতের বিভিন্ন শহর থেকে আরও কিছু বিশেষ ফ্লাইট পরিচালনার ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। খসড়া প্রস্তাবনা মতে, ১লা মে শুক্রবার বেলা ০২-৩০ মিনিটে কলকাতা, ২রা মে শনিবার বেলা ০২-৩০ মিনিটে নয়া দিল্লী এবং ৩ রা মে রোববার বেলা ০২-৩০ মিনিটে মুম্বাই থেকে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।    বিজ্ঞপ্তিতে বিমান কতৃপক্ষে উদ্বৃতি দিয়ে বলা হয়েছে, ওই ফ্লাইটগুলোরর টিকেট ক্রয়ের জন্য বিমান কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট ব্যাংক হিসাবে (বাংলাদেশস্থ) বিমানভাড়া জমা দিতে হবে । বিমানের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা যথাসময়ে আপলোড করা হবে ।

তবে আগ্রহী যাত্রীদেরকে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের মাধ্যমে তালিকাভুক্ত হতে হবে । উক্ত তালিকাসমূহ বিমানের ওয়েবসাইটে প্রদর্শন করা হবে। বাংলাদেশ মিশনের তালিকা বহির্ভূত কোন যাত্রী ভ্রমণ করতে পারবেন না। আসন সংখ্যা সীমিত হওয়ায় “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে টিকিট বিক্রি হবে। তালিকায় নাম অন্তর্ভুক্তি টিকিট প্রাপ্তি নিশ্চিত করে না জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়-দিল্লী ও মুম্বাই থেকে প্রস্তাবিত ফ্লাইটের ব্যাপারে অতিরিক্ত তথ্যের জন্য বাংলাদেশ বিমানের দিল্লীস্থ অফিসে যোগাযোগ করা যেতে পারে ।  তালিকাভুক্তির জন্য যাত্রীগণ সংশ্লিষ্ট সমন্বয়কারী মিশনের সাথে যোগাযোগ করতে পারেন । যে সকল যাত্রী দিল্লী থেকে বিমানের ২ রা মে ২০২০ (শনিবার)-এর ফ্লাইটে ভ্রমণ করতে চান শুধুমাত্র তাঁদেরকে অবিলম্বে নিজ নাম, পাসপোর্ট নাম্বার, মোবাইল নাম্বার এবং ইমেইল ঠিকানা নয়া দিল্লীস্থ বাংলাদেশ হাই কমিশনে ইমেইলে প্রেরণের করতে হবে। ছাত্র-ছাত্রীদেরকে নিজ নিজ প্রতিষ্ঠানের উক্ত তারিখে ভ্রমনেচ্ছুদের একক তালিকা প্রেরণ করতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমানের ৩টি ফ্লাইট ছাড়াও পূর্বের ধারাবাহিকতায় ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রী প্রাপ্তি সাপেক্ষে চেন্নাই – ঢাকা রুটে আগামী ৩০ শে এপ্রিল, ০১ মে এবং ২ রা মে তিনটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে । চেন্নাই ও পার্শ্ববর্তী এলাকায় (বেঙ্গালুরুসহ) অবস্থানরত বাংলাদেশীদের এ ব্যাপারে বিস্তারিত তথ্য ও যাত্রার আনুষ্ঠানিকতার জন্য সংশ্লিষ্ট বিমান সংস্থার সাথে যোগাযোগ করতে মিশন  অনুরোধ করেছে।
উল্লেখ্য, বাংলাদেশ মিশনসমূহের হেল্পলাইন সার্বক্ষণিক চালু আছে । যাত্রীদেন নিজস্ব ব্যবস্থায়  যানবাহন জোগাড় করে বিমানবন্দরে নির্ধারিত সময়ে ফ্লাইটের জন্য উপস্থিত হতে হবে । তবে, বিমানবন্দরে যাওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হবে । যাত্রীদের বাসস্থান / আবাসন হতে যাত্রার সময়, যানবাহন ও চালকের বিবরণ আগাম প্রেরণ করে হাই কমিশনের মাধ্যমে প্রয়োজনীয় অনুমতি গ্রহণ করতে হবে। বিমানে আরোহনের জন্য প্রত্যেক যাত্রীর অবশ্যই “কভিড- ১৯ মুক্ত” বা “কভিড -১৯ উপসর্গমুক্ত” সনদ থাকতে হবে । সকল যাত্রীকে ঢাকা বিমানবন্দরে অবতরণের পর পুনরায় স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং বাধ্যতামূলকভাবে ২ সপ্তাহ (১৪ দিন)কোয়ারেন্টাইনে থাকতে হবে ।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031