13713325_10153496273957924_1143804936_n_120213_0

13714430_10153496273952924_1765637543_n (1)_120213_1

ঢাকা : ভাইভ কে৪ নোটের উডেন এডিশন চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান লোনেভো কাঠের তৈরি একটি ফোন বাজারে ছেড়েছে।

ফোনটির ব্যাক প্যানেলে কাঠ ব্যবহার করা হয়েছে। এতে আছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন

১০৮০x১৯২০ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন রয়েছে।

ফোনটির বিল্টইন মেমোরি ১৬জিবির। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানোর সুযোগ আছে।

ফোনটিতে ৬৪ বিটের মিডিয়াটেকের ৬৭৫৩ অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। অ্যামাজন ডটকমে ফোনটি পাওয়া যাচ্ছে।

ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত এই ফোনটিতে ৩ জিবি র‌্যাম আছে। এতে ভার্চুয়াল রিয়েলিটি উপভোগ করা যাবে।

কাঠের রিয়ার প্যানেলের ফোনটির রিয়ারে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031