turkey

চট্টগ্রাম : রাজধানী আঙ্কারায় পার্লামেন্ট ভবনের বাইরে প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন । তুরস্কের আঙ্কারা এবং ইস্তানবুলের মত প্রধান শহরগুলোতে তুর্কী জনতা জাতীয় পতাকা হাতে রাস্তায় নেমে গান গেয়ে সরকারের প্রতি তাদের সমর্থন প্রকাশ করে। এরদোয়ানের ডাকে সাড়া দিয়ে নির্ঘুমরাত কাটান তুরস্কের সাধারণ জনগণ।সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই ইস্তানবুলের গুরুত্বপূর্ণ জায়গাগুলো লোকে লোকারণ্য হয়ে ওঠে। তাদের বক্তব্য একটাই, কিছুতেই দেশ কিংবা গণতন্ত্র সামরিক সদস্যদের হাতে দেয়া যাবে না।

তিনি সামরিক অভ্যুত্থান চেষ্টার ষড়যন্ত্রের জন্য নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে অভিযুক্ত করেন এবং তাকে তুরস্কের কাছে প্রত্যর্পণ করতে আমেরিকান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

যদিও যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বসবাসরত গুলেন কোনো ধরনের সামরিক অভ্যুত্থানের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করে দিয়েছেন।

জানা যায়, আবারও বিদ্রোহের চেষ্টা হতে পারে এমন আশংকাতেই সরকারের পক্ষ থেকে মানুষকে রাস্তায় নেমে আসতে বলা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এই প্রসঙ্গে বলেন, গুলেনকে তুরস্কের কাছে হস্তান্তরের বিষয়টি বিবেচনায় আনতে হলে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দেখাতে হবে । অভ্যুত্থান চেষ্টার পেছনে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা কোনো ধরনের অভিযোগ ন্যাটো সহযোগী রাষ্ট্র দুইটির সু-সম্পর্কের জন্য ক্ষতিকর হবে।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তুরস্কের এই সংকটময় মুহূর্তে অস্থিতিশীলতা তৈরি করতে পারে এমন যেকোনো ধরনের কার্যকলাপ থেকে দূরে থাকতে এবং আইনের শাসন মেনে চলতে দেশটির সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন।

মার্কিন সরকারের মুখপাত্র বলেন, তুর্কী সরকার আকাশসীমা বন্ধ করে দেয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে মার্কিন ঘাঁটি থেকে বিমান হামলা স্থগিত রাখা হয়েছে । তুরস্কের নির্বাচিত সরকারকে সমর্থনের আহ্বান জানিয়ে জাতিসংঘে আনা একটি খসড়া প্রস্তাব মিশরের বিরোধিতার কারণে আটকে গেছে।

এদিকে তুরস্কের বেশ কয়েকজন জেনারেল পদমর্যাদার সেনা কর্মকর্তা সহ প্রায় তিন হাজার সৈন্যকে আটক করা হয়েছে। এর আগে সামরিক একজন মুখপাত্র বলেন, অভ্যুত্থান চেষ্টাকারী সেনাদের বেশিরভাগই বিমানবাহিনী, মিলিটারি পুলিশ এবং সাঁজোয়া ইউনিটের সদস্য। একইসঙ্গে কর্তৃপক্ষ আড়াই হাজার বিচারককে অপসারণের ঘোষণা দিয়েছে। বেসামরিক নাগরিকসহ দুইশ’ ৬০জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানানো হয়েছে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031