ajmচট্টগ্রাম : শনিবার (১৬ জুলাই) সকালে নগরীর চকবাজার ওয়ার্ডের কাতালগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন স্বাস্থ্যখাতে বর্তমান সরকারের নেয়া পদক্ষেপের কারনে শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।

প্রধান অতিথির মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন,স্বাস্থ্য সেবা প্রাপ্তি মৌলিক অধিকারের অন্যতম। সরকার ও সিটি কর্পোরেশন নাগরিকদের শতভাগ স্বাস্থ্য সেবা তাদের দোড় গোড়ায় পৌঁছে দেয়ার দায়িত্ব পালন করছে।

মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে মেয়র বলেন,জননেত্রী শেখ হাসিনার সরকারের সফলতার কারনে শিশু ও মাতৃমৃত্যু কমে গেছে।দারিদ্রের অভিশাপ থেকে ধীরে ধীরে বাংলাদেশ মুক্ত হচ্ছে। নিন্ম মধ্য আয়ের বাংলাদেশ মধ্য আয়ের দেশে উপনীত হওয়ার পথে।

মেয়র আরো বলেন, বাংলাদেশের উন্নয়ন, সমৃদ্ধি ও সুনাম ক্ষুন্ন করতে দেশী-বিদেশী চক্র দেশে বিক্ষিপ্ত ভাবে জঙ্গি তৎপরতা চালাচ্ছে। জঙ্গিরা পবিত্র ইসলামের পবিত্রতাকে কুলষিত করতে খুন ও সন্ত্রাসে লিপ্ত।

তিনি জঙ্গীবাদের ভয়াবহতা সম্পর্কে ধর্মপ্রাণ সকলকে সজাগ থাকার আহবান জানিয়ে বলেন, পবিত্র ইসলাম জঙ্গি ও সন্ত্রাসবাদকে সমর্থন করেনা। মেয়র দেশপ্রেমিক নর-নারী সকলকে জঙ্গিবাদের বিপক্ষে অবস্থান নিয়ে দেশের শান্তি, স্থিতিশীলতা ও ধর্মীয় অনুশাসনের প্রতি অনুগত থাকার আহবান জানান।

সুধি সমাবেশের আগে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে জাতীয় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মেয়র নাছির।

সুধি সমাবেশে সভাপতিত্ব করেন ১৬ নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু। বিশেষ অতিথি ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. শফিউল আলম, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক ডিউক, কাউন্সিলর মিসেস আঞ্জুমান আরা বেগম, স্বাস্থ মন্ত্রনালয়ের উপ সচিব মিসেস রোকেয়া বেগম, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, উপস্থিত ছিলেন ডা. মোস্তফা সাঈদ, ডা. মালিহা শেফা, জহিদ মনির, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য বখতেয়ার উদ্দিন খান, চকবাজার থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনসারুল হক সহ নেতবৃন্দ।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031