বাংলাদেশে বেড়াতে এসে আটকা পড়া যুক্তরাজ্যের ১৭৭ জন নাগরিক বিশেষ একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন করোনাভাইরাস সংক্রমণের মধ্যে । এটি যুক্তরাজ্যের নাগরিকদের ঢাকা ছাড়ার দ্বিতীয় ফ্লাইট।
ঢাকাস্থ যুক্তরাজ্যের দূতাবাসের এক কর্মকর্তা ঢাকাটাইমসকে তথ্যটি নিশ্চিত করেছেন। দূতাবাসের এই কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকাল ৩টার পর ব্রিটিশ এয়ারওয়েজের একটি চার্টার্ড ফ্লাইটে যুক্তরাজ্যের নাগরিকরা দেশ ছেড়েছেন।
এর আগে বেলা ১১টায় সিলেট থেকে একটি বিশেষ শাটল ফ্লাইট যুক্তরাজ্যের নাগরিকদের দেশে ফেরানোর জন্য ঢাকায় নিয়ে আসা হয়। বাংলাদেশ ছেড়ে যাওয়া যুক্তরাজ্যের নাগরিকদের বিদায় জানাতে শাহজালাল বিমানবন্দরে গিয়েছিলেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।
যুক্তরাজ্যের নাগরিকরা ঢাকা ছাড়ার পর দূতাবাস এক বার্তায় বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসমারিক বিমান মন্ত্রণালয় এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ধন্যবাদ জানিয়েছেন।
করোনাভাইরাস সংক্রমণের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ থেকে কয়েকটি দলে নিজ দেশে ফিরিয়েছে। গত ২১ এপ্রিল প্রথম একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে যুক্তরাজ্য তাদের ২৬৪জন নাগরিককে দেশে ফেরার সুযোগ করে দেয়।
যুক্তরাজ্যের নাগরিকদের নিয়ে তৃতীয় এবং চতুর্থ ফ্লাইটটি যথাক্রমে ২৫ এবং ২৬ এপ্রিল ঢাকা ছেড়ে যাবে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।