কর্তৃপক্ষ করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারি ছুটির সাথে সমন্বয় রেখে আগামী ৫ মে পর্যন্ত দেশের পুঁজিবাজারের লেনদেন ও অফিসের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ।

বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ কর্তৃক সকল ট্রেক হোল্ডারকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

এর আগে সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডে (সিএসই) জানায়, সিএসইর ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সকল দাপ্তরিক কাজ আগামী ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে। ২২ এপ্রিল নতুন জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার সাধারণ ছুটির মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়িয়েছে৷

সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে পূর্বের মতো সঙ্গতি রেখে ৫ মে পর্যন্ত সিএসই’র ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সকল দাপ্তরিক কাজ বন্ধ থাকবে৷

উল্লেখ্য, সাধারণ ছুটির মেয়াদ বাড়লে সিএসএই-এর কার্যক্রম ছুটির সাথে সঙ্গতি রেখে বন্ধ থাকবে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031