নিউপোর্ট সিটির সাবেক কাউন্সিলর ও নিউপোর্ট আওয়ামী লীগের সহ- সভাপতি ওসমানীনগরের মাজেদুল ইসলাম নুনু মিয়া যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি বুধবার লন্ডন সময় সকাল সাড়ে নয়টায় লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি—-রাজিউন)।
মৃত মাজেদুল ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিপুর গ্রামে বাসিন্দা। মাজেদুল ইসলাম নুনু মিয়া ওসমানীনগর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়ার ভগ্নিপতি।
ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া যুক্তরাজ্যে তাঁর ভগ্নিপতি মাজেদুল ইসলাম নুনু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবার বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৩ বছরের ১ ভাগ্নে ও ১০ বছরের এক ভাগ্নি সহ আমার বোনের পরিবারকে সরকার তাদের বাসাকে লকডাউন করে ফেলেছে। ভগ্নিপতি মাজেদুলের লাশের দাফন যাতে ইসলাম ধর্মের রীতি অনুযায়ী করা হয় সে ব্যাপারে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী আমাদের পরিবারের পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |