বিমান বাহিনীর ১৫ সদস্যের এয়ার ক্রু এর সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্বে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন মো. এনামুল হক। করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে মালদ্বীপে বসবাসরত প্রবাসী ৭০ জন বাংলদেশী নাগরিককে নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান মঙ্গলবার দেশে ফিরেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনা ভাইরাস প্রতিরোধকল্পে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের পক্ষ হতে বন্ধুত্বের নিদর্শনস্বরুপ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে মালদ্বীপের ৭১জন নাগরিককে ঢাকা হতে মালদ্বীপে পোঁছে দেয়া হয়েছিলো। পরবর্তীতে সি-১৩০জে পরিবহন বিমানটি ফেরার পথে মালদ্বীপে বসবাসরত ৭০জন প্রবাসী বাংলাদেশী নাগরিককে নিয়ে দেশে ফিরে আসে। এসকল প্রবাসী বাংলাদেশীরা মালদ্বীপে বৈধভাবে বসবাস করে আসছিলেন। প্রবাসী বাংলাদেশীদের অনুরোধে ও মালদ্বীপ সরকারের আন্তরিকতায় তাদেরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মালদ্বীপে বসবাসরত যেসব প্রবাসী বাঙ্গালী নভেল করোনা ভাইরাসে আক্রান্ত নয়, এ যাত্রায় শুধু তাদেরকেই যথাযথ মেডিকেল চেক-আপের মাধ্যমে সুনিশ্চিত হওয়ার পর দেশে ফেরত আনা হয়।

উল্লেখ্য, সোমবার সশস্ত্র বাহিনীর ১০ সদস্যের একটি মেডিকেল টিম ঢাকা ত্যাগ করেছিলো।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031