ঢাকা : পুলিশ রাজশাহী জেলার চারঘাটে একটি প্রাইভেটকারের ভেতর থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছে । এ সময় প্রাইভেটকারটি জব্দ ও চালককে আটক করা হয়।
শনিবার রাতে এ ঘটনা ঘটে।
আটক সবুর আহম্মেদ পাবনা সদর উপজেলার রাধানগর এলাকার বাসিন্দা।
চারঘাট থানার ভারপ্রাপ্ত নিবারণ চন্দ্র বর্মণ জানান, মাদক চোরাচালানের গোপন সংবাদে শুক্রবার রাতে উপজেলার সারদা বাজারে ওই প্রাইভেটকারটিকে (ঢাকা মেট্রো-গ-১৩-০১৫৮) চ্যালেঞ্জ করা হয়। এ সময় প্রাইভেটকারের তিন আরোহী পালিয়ে গেলেও ৩০০ বোতল ফেনসিডিল ও ২৫০ পিস ইয়াবাসহ চালক সবুর আহম্মেদকে আটক করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় চারজনকে আসামি করে চারঘাট থানায় একটি মামলা করা হয়েছে। পরে শনিবার সকালে আটক সবুরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।