ঢাকা : বিশ্বের সেরা তারকা ‘আমি প্রথমেই বলতে চাই মেসি খুবই ভালো একজন ফুটবলারও । কিন্তু ভাগ্যের কাছে সে হেরে গেছে। হ্যাঁ ও অলিম্পিকে জিতেছে তবে অনেক শিরোপাই হাতছাড়া করেছে।’
ইন্ডিয়ান প্রিমিয়ার ফুটসাল লিগে খেলার জন্য ভারতে এসেছিলেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি হারনান ক্রেসপো। শনিবার ম্যাচ শেষে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মেসিকে নিয়ে এমন মন্তব্য করেছেন এই আর্জেন্টিনা সুপারস্টার।
আর্জেন্টিনা এখনো বেশ শক্তিশালী এমনটি উল্লেখ করে ক্রেসপো বলেন, ‘আর্জেন্টিনা এখনো বেশ শক্তিশালী একটি দল। আপনি যদি গেল তিনটি বড় টুর্নামেন্ট দেখেন তাহলে অনেকটা আঁচ করতে পারবেন। ২০১৪ বিশ্বকাপ, কোপা কাপ ২০১৫ ও ২০১৬ ফাইনালে উঠেছে তারা।’
আর্জেন্টিনার হয়ে ৬৪ ম্যাচে ৩৫ গোল করা ক্রেসপো মাতিয়েছেন ইউরোপের নামি দামি ক্লাবও। ইন্টার মিলান, এসি মিলান, রিভার প্লেট ও চেলসির মতো ক্লাবে দাপটের সঙ্গেই পারফরম্যান্স করেছিলেন এই তারকা স্ট্রাইকার।