থানা পুলিশ আবারও ওএমএসের চাল কালোবাজারে পাচারের সময় পৃথক স্থানে হাতেনাতে ৪৯ বস্তা চালসহ চারজনকে গ্রেপ্তার করেছে ।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবাব রাত আনুমানিক ১২টায় ভেন্ডাবাড়ি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মদন খালি ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মমিনুরের বাড়ি থেকে ২৯ বস্তা ওএমএসের চাল পাচারকালে একটি মিনি ট্রাকসহ দুজনকে আটক করে। আটকদের একজন ট্রাকের মালিক। তিনি উপজেলার তরফ মৌজার রহেদুল ইসলামের ছেলে কামরুজ্জামান মিয়া (২০)। আরেকজন ট্রাকের চালক একই গ্রামের লালমিয়ার ছেলে বাবুমিয়া (২৫)।
অন্যদিকে একইদিন রাত ৮টার দিকে পীরগঞ্জ থানা পুলিশ এলাকাবাসীর সহাতায় উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে ৬০ কেজি ওজনের ২০ বস্তা ওএমএসের চালের ভ্যানসহ ভ্যানচালক জাহিদুল ইসলাম (৩৫) ও আব্দুল মান্নানকে (৩২) গ্রেপ্তার করে।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল রাতেও ভেন্ডাবাড়ী পুলিশ ৯০ বস্তা চালের ট্রলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় পৃথক তিনটি নিয়মিত মামলা হয়েছে।