র্যাব ৮৬০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে মুন্সিগঞ্জের গজারিয়ায় । সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার চরবাউশিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
আটক যুবক চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চরবড়ালী এলাকার সাদ্দাম হোসেন। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে র্যাব কর্মকর্তা মাহবুব আলম মামলা করেন।
র্যাব-৩ ও মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদে র্যাবের ছয় সদস্যের একটি দল মহাসড়কের শান্তিনগর এলাকায় চেকপোস্ট বসায়। এসময় সাদা রঙের কুমিল্লা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেয় তারা। কিন্তু প্রাইভেটকারটি সংকেত অমান্য করে সড়ক বিভাজনে উঠিয়ে দিলে র্যাব গাড়িটি তল্লাশি করে এসব ফেনসিডিল পায়। এসময় সাদ্দাম হোসেনকে আটক করা হলেও তার সহযোগী পালিয়ে যায়।