প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ধান কাটা শ্রমিকদের রাতে থাকার ব্যবস্থা করে দিতে হাওড় অঞ্চলের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার নির্দেশ দিয়েছে। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়।
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, ধান কাটা কৃষকদের হাওড় অঞ্চলের সরকারি বিদ্যালয়ে থাকার ব্যবস্থা করতে হবে। এজন্য এসব অঞ্চলের বিদ্যালয়গুলোতে তালা দেয়া থাকলে তা খুলে দিতে হবে। বিষয়টি প্রাথমিক জেলা শিক্ষা কর্মকর্তা ও থানা কর্মকর্তাদের মনিটরিং করবে।