atik-11

চট্টগ্র্রাম : নগরীর ডবলমুরিং থানার মুহুরিপাড়া আজু শাহ মাজার এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্রসহ খলিলুর রহমান ওরুপে বাপ্পি(২৫) ও  ২৫০ পিস ইয়াবাসহ রোকেয়া বেগমকে(২৩) আটক করেছে পুলিশ।

শুক্রবার(১৫জুলাই) ভোররাতে তাদেরকে মুহুরিপাড়া সালেহ আহমদ চেয়ারম্যোন লেইনের একটি ভবনের দুটি বাসা থেকে আটক করা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বশির আহমদ খান সিটিজি নিউজ ডটকমকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী দুই নলা বন্দুক সহ খলিলুর রহমান বাপ্পিকে আটক করা হয়েছে। বাপ্পি ডবলমুরিং থানার তিনটি মামলার পলাতক আসামী।

তিনি আরো জানান,একই ভবনের আরেকটি কক্ষ থেকে ২৫০ পিস ইয়াবাসহ রোকেয়া বেগমকে আটক করা হয়েছে। তার গ্রামের বাড়ি মীরসরাই।

আটক দুইজনের বিরুদ্ধে থানায় অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি বশির আহমদ খান।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031